সব ধরনের সংস্কারে মানবাধিকার নিশ্চিত করতে হবে: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক। ফাইল ছবি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক। ফাইল ছবি

বাংলাদেশে সব ধরনের সংস্কারে মানবাধিকার নিশ্চিত করার কথা বলেছেন ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

আজ মঙ্গলবার দুই দিনের ঢাকা সফরে এসে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বৈঠক করেন তিনি।

বৈঠকে ভলকার তুর্ক বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের সংস্কারে মানবাধিকার নিশ্চিত করার কথা বলেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অধ্যাপক আসিফ নজরুল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভলকার তুর্ক বলেন, 'বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে বলেছি। জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনকে যথাযথ গুরুত্ব দিচ্ছে।'

তিনি বলেন, 'জাতিসংঘ সদর দপ্তর পুরো বিষয়টি তদারকি করছে।'

বৈঠকে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার তুর্ক বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সম্পর্কে জানতে চান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আইসিটি আইনের মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের সব আইনি অধিকার দেওয়া হবে। ভলকার তুর্ক আইসিটি আইনের সংশোধনীর খসড়া চেয়েছেন, যা সরকার দেবে।'

স্বাধীন বিচার ব্যবস্থা জাতিসংঘ মানবাধিকার প্রধানের আরেকটি অগ্রাধিকার বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা বলেছি যে আমরা বিচার ব্যবস্থার সংস্কার শুরু করেছি। ভলকার তুর্ক সংস্কারের উদ্যোগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।'

আসিফ নজরুল আরও বলেন, 'সরকার ন্যায়বিচারের জন্য জাতিসংঘের কাছ থেকে ফরেনসিক বা প্রযুক্তিগত সহায়তা নিতে পারে এবং অতীতের মতো এবার কোনো অবিচার হবে না।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বলেছি যে বর্তমান পরিস্থিতিতে মৃত্যুদণ্ড প্রত্যাহারের সুযোগ নেই। দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডের বিধান আছে। হঠাৎ করে এটা সংশোধনের কোনো সুযোগ নেই।'

Comments

The Daily Star  | English

Air Force jet crashes into college campus in Uttara; casualties feared

More than 30 injured were admitted to National Institute of Burn and Plastic Surgery while two others at DMCH burn unit

1h ago