শনিবার দুপুরে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ
আগামী শনিবার দুপুর আড়াইটায় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপের প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হবে বলে তিনি জানান।
তিনি জানান, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরে হবে।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি চূড়ান্ত করেছে এবং যেকোনো সময় সেটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন শফিকুল আলম।
তিনি বলেন, 'একটি কমিশন এখনো চূড়ান্ত হয়নি, কারণ কয়েকজন সদস্য এখনো সম্মতি জানাননি।'
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে ছয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
Comments