যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, আন্তঃনগর ট্রেন বৃহস্পতিবার থেকে

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। ছবি: ফিরোজ আহমেদ/ স্টার

দীর্ঘ ২৫ দিন বন্ধ থাকার পর আজ সারাদেশে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার থেকে শুরু হবে  আন্তঃনগর ট্রেন চলাচল।

গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে আন্দোলন ও সহিংসতার উত্তাল সময়ের পরে ট্রেন চলাচল আবার শুরু হলো।

গতকাল থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকালে ঢাকা থেকে বলাকা, দেওয়ানগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তুরাগ, কর্ণফুলী ও তিতাস কমিউটার ট্রেন ছেড়ে গেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে শিডিউল ট্রেন ঢাকার দিকে আসছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম কার্যদিবসে গতকাল রোববার রেলভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এসময় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

পরদিন ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ১৮ জুলাই ছাত্রদের ঘোষিত কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

1h ago