ঢাকা-চট্টগ্রাম সীমিত আকারে ট্রেন চলবে আজ থেকে
ফেনী-চট্টগ্রাম ডাউন লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানায়, আজ ২৬ রেলওয়ে মহাপরিচালক, জিএম (পূর্ব) এবং অন্যান্য বিভাগীয় প্রধান কর্মকর্তারা ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে।
তবে, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী সিঙ্গেল লাইনের মাধ্যমে আজ থেকে কয়েকটি ট্রেন চলবে।
আজ ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম মেইল (২ ডাউন), তূর্ণা নিশিথা এক্সপ্রেস এবং চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা মেইল (১ আপ) ও তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১) চলবে।
আগামীকাল থেকে এই ট্রেনগুলোসহ ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪), সুবর্ণ এক্সপ্রেস (৭০২), কর্ণফুলী এক্সপ্রেস (৪) এবং চট্টগ্রাম-ঢাকা রুটে মহানগর গোধূলি এক্সপ্রেস (৭০৩), কর্ণফুলী এক্সপ্রেস (৩) চলবে।
এছাড়া, কক্সবাজার-ঢাকা রুটে আগামীকাল থেকে পর্যটক এক্সপ্রেস (৮১৫), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস (আপ), সাগরিকা এক্সপ্রেস (ডাউন) চলবে।
চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কনটেইনার ট্রেন চলাচল করবে।
Comments