সহিংসতার অবসানে ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন। 

গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'সাম্প্রতিক সহিংসতার অবসানে ড. ইউনূসের আহবানকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।'

তিনি জানান, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফারভে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তবে তিনি ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন কী না, তা জানাননি মিলার।

বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কী না, এ প্রশ্নের জবাবে মিলার জানান, তিনি গোপনীয় কূটনীতিক আলোচনা নিয়ে মন্তব্য করবেন না।

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

55m ago