দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান মির্জা ফখরুলের

একদফা দাবিতে বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | স্টার ফাইল ফটো

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, 'সুন্দর বৈঠক হয়েছে।'

সকলের উদ্দেশে তিনি বলেন, 'সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি। আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করবো।'

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

32m ago