অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে।

আজ বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি দেশবাসীকে দেশে আইন শৃখ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সব হত্যার বিচার হবে।

সেনাপ্রধান বলেন, 'আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইনটেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইনটেরিম গভর্নমেন্টের মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে।'

'আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। ইনটেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমরা আলাপ-আলোচনা করে সেই গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব,' বলেন তিনি।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বলেন, 'আমি আপনাদের বলতে চাই সমস্ত হত্যার বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সবকিছুর দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।'

'আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে আর ভাঙচুর-হত্যা-মারামারি-সংঘর্ষ থেকে বিরত হন। আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসাথে যদি কাজ করেন, নিশ্চয়ই আমরা একটা সুন্দর পরিনতির দিকে অগ্রসর হব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি-সংঘাতের মধ্যে আমরা আর কিছু আচিভ করতে পারব না,' যোগ করেন তিনি। 

সবাইকে ধ্বংসযজ্ঞ-অরাজকতা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা সব দলের প্রধানদের সঙ্গে কথা বলেছি। আমাদের আলোচনা ফলপ্রসূ হবে মনে করি। আমরা একটা সুন্দর ইনটেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।'  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান বলেন, 'আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের একটু সময় দেন। আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। আপনারা আর সংঘাতের পথে যাবেন না। শান্তি-শৃঙ্খলার পথে ফেরত আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ-সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। এগুলো থেকে আমরা বিরত হব। আমাদের সাহায্য করেন। আমি সব দায়িত্ব নিচ্ছি।' 

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

16h ago