দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও রেহানা

গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আজ সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, 'তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।'

'তিনি একটি বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু তারও সুযোগ পাননি।'

 

Comments

The Daily Star  | English

Interim govt weakest in history, polls should be held by 2025

Says BNP Vice President Asaduzzaman Ripon, warns against divisions among anti-fascist forces

5m ago