পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: এএফপি

গত ৪৩ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। ছবি: রয়টার্স

চলমান ছাত্র আন্দোলনে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার 'সম্ভাবনা' রয়েছে।

আজ সোমবার এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার একজন সিনিয়র উপদেষ্টাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এর 'সম্ভাবনা' আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, 'সার্বিক পরিস্থিতিতে এই সম্ভাবনা আছে। কিন্তু আমি জানি না আসলে কী হবে।'   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে গতকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণী-পেশার সাধারণ মানুষ।

আজ দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকার লাখো মানুষ জমায়েত হচ্ছেন শাহবাগে। 

Comments