পাবনায় আ. লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৩ আহত অন্তত ৩২

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র তিন জন নিহতের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টাউন হল সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, আজ রোববার সকাল থেকেই পাবনা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল ১১টার দিকে শহরের টাউন এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা।

এর আগে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় তারা বাধার শিকার হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

টাউন হল এলাকায় ঘণ্টাখানেক ধরে অবস্থান করে আন্দোলনকারীরা। এর মধ্যে সাড়ে ১২টার দিকে সেখানে গোলাগুলি শুরু হলে অতর্কিত গুলির আঘাতে ৩ জন নিহত হয়। 

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এরপর আন্দোলনকারীরা প্রতিরোধ তৈরি করলে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

দুপুর আড়াইটায় ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ও গোলাগুলি ধাওয়া চলছিল।

সংঘর্ষে আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও দুজন।
কমপক্ষে ৩২ জন চিকিৎসাধীন আছেন।'

 

  

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

1h ago