আগামী নির্বাচনেও জনগণ ভুল করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের ওপর আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আগামী নির্বাচনেও জনগণ ভুল করবে না। আবারও এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।'

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের ওপর আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র বা ক্ষমতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ শুধুমাত্র জনগণকে বিশ্বাস করে। আওয়ামী লীগের পাশে জনগণ আছে এবং থাকবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শুধু আমাদের নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। বিশ্বের যেখানেই যাই, সেখানে তার প্রশংসা। যতদিন শেখ হাসিনা থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে, আর থামবে না।'

কোভিড সংকট মোকাবিলায় সফল হওয়ায় তাকে বিশ্বে 'ভ্যাকসিন হিরো' বলা হয় বলেও মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী।

তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কথা শুনতে চায়, তার উন্নয়নের কথা শুনতে চায়। জনগণ বলছে, শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। কারণ, এ দেশের মানুষ নৃশংসতা, জ্বালাও-পোড়াও দেখেছে, জঙ্গির উত্থান দেখেছে। আগে ব্যবসায়ীদের কাছে চাঁদার জন্য টেলিফোন আসতো, এখন আসে না। এর জন্য বিচক্ষণতা ও দূরদর্শীতাসম্পন্ন নেতা প্রয়োজন। তিনিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

বঙ্গবন্ধু হত্যার পেছনের 'নায়কদের' মরণোত্তর বিচারের দাবি যথার্থ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের উপর অস্থায়ী মঞ্চ করে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ উপলক্ষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের প্রধান এই সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশ শেষ হওয়ার পর নেতাকর্মীরা সড়ক ছাড়লে সন্ধ্যা সাড়ে ৬টার পর স্বাভাবিক পরিস্থিতিতে ফেরে শহর।

এই সমাবেশকে ঘিরে শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল বিপুল পরিমাণ পুলিশ সদস্য। সাদা পোশাকেও ছিল গোয়েন্দা নজরদারি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English
Reform commission reports' submission

We never got a chance to reform our state and politics like now. Let’s not waste it

Our initial study of the reports of the four commissions indicates that the recommendations are quite substantive.

11h ago