বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
দুপুরে বনানী মোড়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়কের অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুর ১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। হামলায় আহত পলিটেকনিক ইনস্টিটিউটের দুজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর দুপুর ২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংগঠিত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা শাহ সুলতান কলেজের ভেতরে অবস্থান নেন। এর পরে আন্দোলনকারীরা বনানী মোড়ে মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে ফিরে যান।
বিকেল ৩টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে বনানী-সাতমাথা সড়ক অবরোধ করেন।
Comments