পাবনায় সড়ক অবরোধ করে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষভ করেছেন পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই দিকে বহু যানবাহন আটকা পড়ে।

এর আগে কোটা সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা পাবনা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

Comments