শাহবাগে সাঁজোয়া যান নিয়ে পুলিশ, আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, ক্যাম্পাসে ছাত্রলীগ

শাহবাগে সাঁজোয়া যান নিয়ে পুলিশের অবস্থান। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। কলাভবন, ভিসি চত্বর হয়ে মিছিলটি শাহবাগে যায়।

শাহবাগে পুলিশের অবস্থান। ছবি: মুনতাকিম সাদ/স্টার

এদিকে শাহবাগে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। শাহবাগ মোড়ের কাছে মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তায় ব্যারিকেড দেওওয়া হয়। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশের বাধা সরিয়ে শিক্ষার্থীরা বাংলা মোটর মোড়ের দিকে আসতে শুরু করেন।

নীলক্ষেত এলাকায় পুলিশের বাধায় ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে পারেননি। তারা এখন ঢাকা কলেজের সামনে এসে বিক্ষোভ করছেন।

Comments