ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল কিশোরী গৃহকর্মীর জীবন

‘আত্মহননের’ উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক বহুতল ভবনের সপ্তম তলার কার্নিশে এসে বসেছিল ১৪ বছরের এক মেয়ে।
মেয়েটি এই ভবনের পঞ্চম তলার এক বাসিন্দা পারভিন আক্তারের বাসায় কাজ করত। ছবি: সংগৃহীত

'পালানোর' উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক বহুতল ভবনের সপ্তম তলার কার্নিশে এসে বসেছিল ১৪ বছরের এক মেয়ে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের দল। তাদের তৎপরতায় রক্ষা পায় তার জীবন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারিধারা ফায়ার স্টেশনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। অত্যন্ত ঝুঁকি নিয়ে আধাঘণ্টার মধ্যেই কর্মীরা মেয়েটিকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন।

সফিকুল ইসলামের কাছ থেকে জানা যায়, উদ্ধার শেষে মেয়েটিকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। তার বাড়ি নেত্রকোনায়।

মেয়েটির বরাত দিয়ে ভাটারা থানার উপপরিদর্শক এম এ জাহিদ জানান, ওই কিশোরী আটতলা ভবনের ছাদ থেকে সপ্তম তলার কার্নিশে নেমে আটকে যায়। তখন সে সাহায্য চাইতে থাকে।।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago