পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারকে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

সত্যজিত কর্মকার। ছবি: সংগৃহীত

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সত্যজিত কর্মকারের অবসররোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জুন অথবা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হলো।

সত্যজিত কর্মকার গত ১ জানুয়ারি থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি তিনি পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে যোগদান করেন।

সত্যজিত কর্মকার ১৯৯১ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago