বেনাপোল দিয়ে ভ্রমণ ভিসায় সোমবার পর্যন্ত ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

মঙ্গলবার সকাল থেকে সব ধরনের ভিসার যাত্রী স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
ছবি: সংগৃহীত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার পশ্চিমবঙ্গে  ভোট গণনা শেষ না হওয়া তিন দিনের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সময়ে শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল দিয়ে ভারত যেতে পারবে। টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকবে। 

২১ মে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যাত্রী স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবে বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের সই করা নিষেধাজ্ঞা পত্রে বলা হয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের সব আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এ কারণে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধসহ ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় বাংলাদেশিদের পারাপারে বাধা নেই। 

জানতে চাইলে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'লোকসভা নির্বাচনের কারণে তিন দিন টুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।'

সন্ধ্যার পর সীমান্ত এলাকায় যাতায়াতের ওপর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ ও শিক্ষার্থী ভিসায় প্রায় ৬-৭ হাজার যাত্রী যাতায়াত করে।
 

Comments