বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত

বান্দরবান। ছবি: মোবাশ্বের হোসেন

বান্দরবানে সন্ত্রাস নির্মূলে যৌথবাহিনীর অভিযানের কারণে ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আজ চতুর্থবারের মতো এ ধরনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, বান্দরবান সেনা রিজিয়ন সদরদপ্তরের ৩ নভেম্বরের চিঠির আলোকে গত ৩০ অক্টোবর জারি করা ৪টি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

গত ১৭ অক্টোবর প্রথমে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর ও তৃতীয়বার ৩০ অক্টোবর ওই ২ উপজেলাসহ থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আজ শুক্রবার তৃতীয় দফায় জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago