ডিএনসিসির বর্জ্য প্রদর্শনী

ডিএনসিসির নগর ভবনের সামনে চলছে বর্জ্য প্রদর্শনী। ছবি: আনিসুর রহমান/ স্টার

রাজধানীর গুলশান লেক থেকে একটি বাথটাব উদ্ধার করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। উদ্ধার হওয়া বাথটাবের পানিতে মিলেছে এডিস মশার লার্ভা।

এ ধরনের আরও সব বর্জ্য নিয়ে আজ শনিবার থেকে এক প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি।

ডিএনসিসির নগর ভবনের সামনে রাখা এসব বর্জ্য বিভিন্ন খাল ও বাড়ির ছাদ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাল, ড্রেন ও অন্যত্র ফেলে দেওয়া এসব বর্জ্য নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমাদের ডিএনসিসি এলাকার বিভিন্ন খাল থেকে ওঠানে বর্জ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নগরবাসীকে দেখাতে চাই, তারা কী ধরনের বর্জ্য খালের ভেতরে ফেলছে। এটি একটি জনসচেতনতামূলক প্রদর্শনী।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এই প্রদর্শনী দেখতে এসেছেন। মেয়র আতিকুল ইসলাম তাদের এই বর্জ্য দেখাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরদের এই প্রদর্শনী দেখাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন খালের নামে পোস্টার টাঙানো হয়েছে। যে যে  খাল থেকে বর্জ্য হিসেবে যা কিছু পাওয়া গেছে তা সেখানে রাখা হয়েছে

খালে পাওয়া এসব বর্জ্যের মধ্যে রয়েছে পরিত্যক্ত জামা কাপড়, তোষক, সোফা, লাগেজ, খাট, তার, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার যন্ত্রাংশ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের পাত্র ইত্যাদি।

এসব বর্জ্যের কারণে পানির প্রবাহ ব্যাহত হয় বলে জানান মেয়র।  

Comments

The Daily Star  | English

Price of 12kg LPG cylinder goes up by Tk 4

The hike is attributed to the government's increased Value Added Tax on LPG

55m ago