২৭ এপ্রিলের পর ঢাকা উত্তরের বাসাবাড়িতে এডিসের লার্ভা পেলে জেল-জরিমানা

‘জরিমানার পরিমাণ আগের চেয়ে বাড়বে।’
এডিসের লার্ভা পেলে জেল-জরিমানা
আয়োজনে মেয়র আতিকুল ইসলাম। ছবি: স্টার

আগামী ২৭ এপ্রিলের পর ঢাকা উত্তর সিটির আওতাধীন কোনো বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার রাজধানীর রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ২৭ এপ্রিল থেকে বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মামলা ও জরিমানা করা হবে। সরকারি অফিস ও সিটি করপোরেশন অফিসও এর থেকে রেহাই পাবে না। জরিমানার পরিমাণ আগের চেয়ে বাড়বে।

মেয়র বলেন, 'আমি একটি পরিষ্কার বার্তা দিতে চাই। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকারকে আরও ম্যাজিস্ট্রেট দিতে বলেছি।'

ডেঙ্গু মৌসুম শুরুর আগেই উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে আতিক বলেন, 'আমাদের কীটতত্ত্ববিদরা এখন থেকে মাঠে নামতে বলেছেন। তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, জেল-জরিমানা লাগবে না, তিনদিনে একবার জমে থাকা পানি ফেলে দিন, যেখানে এডিস মশা জন্মাতে পারে।'

একই দিনে ডিএনসিসি একযোগে ৫৪টি ওয়ার্ডে মশা নির্মূল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।

Comments