বর্জ্যের পাহাড়
ছবিটি প্রথম দেখায় আবদুল আলীমের গাওয়া 'মাঝি বাইয়া যাও রে...' গানটি মনে আসতে পারে। শ্রাবণের শেষ ভাগে এক মাঝি ডিঙ্গি বেয়ে চলেছেন। মেঘলা আকাশ, দুপাশে সবুজ তৃণ। দৃষ্টি একটু পেছনে গেলেই সেই ভালো লাগা ফুরিয়ে যাবে। আমিনবাজার এলাকার এই জায়গায় প্রতিদিন বর্জ্য ফেলা হয়। দিনে দিনে এটি আবর্জনার পাহাড়ে রূপ নিয়েছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: পলাশ খান/স্টার
Comments