ছেলেকে হত্যার অভিযোগে পিতা আটক
গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।
নিহত কাউসার বাগমার (২৫) জামালপুর এলাকার রশিদ বাগমারের ছেলে।
আজ বুধবার ভোরে কালিগঞ্জের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন।'
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বিভিন্ন সময় তিনি মাদক কেনার টাকার জন্য বাড়িতে ভাঙচুর এবং বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করতেন।
ওসি মাহাতাব বলেন, 'হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments