কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

গাজীপুর বিক্ষোভ
কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অমিতি সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা।

রোববার সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর ডেগেরচালা গাছা এলাকায় অমিতি সোয়েটার পোশাক কারখানার প্রায় আড়াইশ শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।

পোশাক কারখানার একাধিক শ্রমিক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করায় বিপদে পড়ে গেছেন তারা। তারা জানতেন না কারখানা লে অফ ঘোষণা করা হবে। কারখানা খুলে দেওয়ার দাবিতে তাই বিক্ষোভে নেমেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাজিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, অমিতি সোয়েটার কারখানাটি কর্তৃপক্ষ গতকাল লে অফ ঘোষণা করে। এতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। আজ সকালে কারখানার শ্রমিকরা এসে কারখানায় ঢুকতে না পেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

সকাল ১০টার দিকে তিনি জানান, শ্রমিকরা এখনো কারখানার সামনে অবস্থান করছে। শিল্প পুলিশ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধির মধ্যে সমস্যা সমাধানে আলোচনা চলছে।

অমিতি সোয়েটার্স লিমিটেডের নোটিশে বলা হয়েছে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। এসময় শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

গাজীপুর ট্রাফিক পুলিশের উপপুলিশ পরিদর্শক আল মামুন ডেইলি স্টারকে বলেন, পৌনে নয়টা মিনিট থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখনো অন্তত ১০ কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

এ বিষয়ে অমিতি সোয়েটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য কাউকে পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশ জানিয়েছে, মালিক পক্ষ আলোচনায় বসেছে।

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

49m ago