বাংলাদেশ
পিটার হাস আয়োজিত নৈশভোজ

অপরচুনিটি ইন্টারন্যাশনালের সিটিওর সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে ড. ইউনূসের বৈঠক

বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “অপরচুনিটি ইন্টারন্যাশনাল”—এর প্রধান চীফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে পিটার হাস এই বৈঠকের আয়োজন করেন
নোবেল পুরস্কারজয়ী ড. ইউনূস। ফাইল ছবি: ডয়চে ভেলে
নোবেল পুরস্কারজয়ী ড. ইউনূস। ফাইল ছবি: ডয়চে ভেলে

শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গতকাল রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আয়োজিত এক নৈশভোজে অংশ নেন।

এই নৈশভোজ বিষয়ে ইউনুস সেন্টারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান "অপরচুনিটি ইন্টারন্যাশনাল"—এর প্রধান চীফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে পিটার হাস এই বৈঠকের আয়োজন করেন।'

বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগমও এই নৈশভোজ ও আলচনায় অংশ নেন।

 

 

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank headquarters is seen in Dhaka

Will BB steps build up reserves? Not so soon

Bangladesh Bank’s steps to boost the country’s foreign currency reserves will not yield any positive results overnight.

12h ago