পারস্পরিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব: পিটার হাস

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী মাসগুলোতে তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তিনি জলবায়ু, ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এবং সম্পর্কের অগ্রগতির জন্য দুই দেশের সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।'

তিনি বলেন, এটি (সাক্ষাৎ) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি সুযোগ।

রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও মার্কিন বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।'

মন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের পর্যবেক্ষণ নিয়েও তিনি পিটার হাসের সঙ্গে আলোচনা করেছেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago