উখিয়া সীমান্তের খালে আরও ১ মরদেহ, মাথায় হেলমেট ব্যাগে বুলেট
কক্সবাজার জেলার উখিয়ায় মিয়ানমারের সীমান্ত সংলগ্ন খালে ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী কাস্টমস তল্লাশি চৌকি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতের মাথায় খাকি হেলমেট, কোমরে বেল্ট এবং সঙ্গে থাকা একটি ব্যাগে ৯৯ রাউন্ড বুলেট এবং ২টি ম্যাগাজিন পাওয়া গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, উখিয়ার রহমতেরবিল সীমান্ত এলাকায় দুইদিন ধরে পড়ে থাকার পর গতকাল একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
বালুখালী এলাকার বাসিন্দা আবদুর রহিম ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টার দিকে কাস্টমস চেকপোস্ট সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখা যায়। লাশটির পোশাক ইউনিফর্মের মতো। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।'
ওসি শামীম হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, ধারণা করা হচ্ছে লাশটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।
পুলিশের কাছে এ এলাকার কারো নিখোঁজ তথ্য নেই বলে জানান তিনি।
ওসি শামীম হোসেন বলেন, 'পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।'
Comments