উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে ‘সাবেক আরসা’ সদস্য নিহত
কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মুফতি মোহাম্মদ জামাল (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীস্থ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মুফতি জামাল (৫৫) ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আমর্ড পুলিশ বয়াটালিয়নের (এপিবিএন)-৮-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এই তথ্য জানান।
তিনি বলেন, 'ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে ক্যাম্পের ভেতরে বাজারে কেনাকাটা করার সময় অজ্ঞাতনামা ৫-৬ জন মুফতি জামালের ওপর হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি বলেন, 'মুফতি জামাল একসময় এআরএসএর একজন সক্রিয় সদস্য ছিলেন কিন্তু ৭-৮ মাস আগে দলটি ছেড়েছিলেন।'
পরিবারের অভিযোগ আরসা সদস্যরা তাকে হত্যা করেছে বলেও জানান তিনি।
বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, 'সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান চলছে।'
Comments