বীর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স সাড়ে ১২: হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা

হাইকোর্ট
ফাইল ছবি

১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৮ সালের ১৭ জানুয়ারির গেজেট অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ নভেম্বর যাদের বয়স ন্যূনতম সাড়ে ১২ বছর ছিল, তারাই বীর মুক্তিযোদ্ধা মর্যাদার জন্য আবেদন করতে পারবেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৯ মে ওই গেজেট বাতিলের আদেশ দেন।

কিন্তু, সরকারের ১৮টি লিভ টু আপিলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থার আদেশ দেন।

এছাড়া হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকারকে আদালতে আপিল করার অনুমতিও দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বেঞ্চের অপর চার বিচারপতি হলেন-বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

রিট আবেদনকারীদের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও ওমর সাদাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার আদেশের পর, যারা বর্তমানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন তারা তা অব্যাহত থাকবে।' 

যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আপিল বিভাগ এখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি করবে।'

 

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

2h ago