চট্টগ্রামে একুশে বইমেলা শুরু শুক্রবার

মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।
চট্টগ্রাম বইমেলার প্রস্তুতি। ৪ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: রাজিব রায়হান/স্টার

বন্দর নগরী চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বইমেলার আয়োজন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

আজ বুধবার সংবাদ সম্মেলনে সিসিসি মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, বইমেলায় মোট ১৫৫টি স্টল থাকবে এবং চট্টগ্রাম ও ঢাকাসহ সারা দেশের মোট ৯২টি প্রকাশনা সংস্থা এতে অংশ নেবে।

তিনি জানান, মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে জানিয়ে বইমেলার আহ্বায়ক সিসিসি প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, 'শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিনে মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।'

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago