বাংলাদেশ

দুর্নীতি দমন ও প্রতিরোধ শুধু দুদকের দায়িত্ব নয়: সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।
সচিব সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

দুর্নীতি দমন ও প্রতিরোধে সচিবদের দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সরকারি দপ্তরে অনেকে ধারণা করেন যে দুর্নীতি দমন শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ। এভাবে ভাবলে হবে না। সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সরকার প্রধান।

এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর নির্দেশগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব সভায় বক্তব্য রাখেন ১৫ থেকে ১৬ জন সচিব। তাদের মধ্যে ১১ জন সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন। যেখানে যেখানে 'সার্ভিস পয়েন্ট' আছে সেখানে নজরদারি বা ভিন্নতর কৌশল অবলম্বন করে যে প্রক্রিয়া নেওয়া দরকার তা নিয়ে দুর্নীতি দমনের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comments