আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় সকালে ফেরি চলাচল শুরু হয়। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে পৌনে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও সোয়া ৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় পাটুরিয়া নৌপথে এবং রাত সাড়ে ১২টায় আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা। একই অবস্থার সৃষ্টি হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে।'

ঘন কুয়াশা কেটে গেলে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও সোয়া ৯টায় আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

11h ago