ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ আছে। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে নোঙর করে আছে চারটি ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন শ্রমিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কাযার্লয়ের উপমহাব্যবস্থাপক মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, কুয়াশার কারণে গতকাল রাত ১১টা ৫০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুটি ফেরি- 'বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান' ও 'কিষাণী' যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে নোঙর করে রয়েছে। চারটি ফেরি- খানজাহান আলী, শাহ আলী, চিত্রা ও ধানসিড়ি আরিচা ঘাটে নোঙর করা আছে।

আরিচা ঘাটে ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক। ছবি: স্টার

এদিকে কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নোপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। দু'টি রো-রো ফেরি- শাহ পরান ও এনায়েতপুরী পদ্মা নদীর মাঝে নোঙর করে আছে।

এছাড়া ৪টি ফেরি- বনলতা, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী ও গৌরী পাটুরিয়া ঘাটে এবং ৬টি ফেরি-বাইগার, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর,  কুমিল্লা, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও ডা. গোলাম মাওলা দৌলতদিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।

নাসির মাহমুদ জানান, গত তিন দিন ধরে সন্ধ্যার পর পরই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা থাকছে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এসময় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূ্র্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

9h ago