ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ ১৪ ঘণ্টা পর স্বাভাবিক

রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ছবি: মাসুক হৃদয়/স্টার

চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে মালবাহী কনটেইনারের একটি বগি লাইনচ্যুতের কারণে সকাল থেকে রেল যোগাযোগে বিঘ্ন হয়। 

প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার রাত সাড়ে ১০টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করলে চলাচল স্বাভাবিক হয়।'

সকালে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর প্রায় ৫০০ মিটার রেলপথ এবং ১০০টি স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পার হওয়ার সময় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পর আপ লাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ থাকে।

এদিকে এ ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির নেতৃত্বে আছেন ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) মো. সাজিদুল ইসলাম। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments