পোশাকশ্রমিকদের ওপর বলপ্রয়োগ বন্ধের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
বাংলাদেশে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত পোশাককর্মীদের বিরুদ্ধে বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুই পোশাকশ্রমিক নিহতের কথা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ করতে এবং দুই শ্রমিকের নিহতের ঘটনা অবিলম্বে তদন্তের আহ্বান জানানো হয়েছে।
Bangladesh: we condemn the deplorable use of force on protesters yesterday that resulted in the deaths of at least two garment workers in clashes with the police in protests relating to minimum wage.
Amnesty calls upon the authorities to end its violent repression of workers'… pic.twitter.com/rSRWuEieGU
— Amnesty International South Asia, Regional Office (@amnestysasia) November 9, 2023
পাশাপাশি শ্রমিক হত্যার ঘটনায় দায়ীদের শিগগির জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সরকার গত ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে, যা এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সের হিসাব করা মজুরি (প্রায় ৫১ হাজার টাকা) এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর লেবার স্টাডিজের মৌলিক খরচ মেটানোর চাহিদার (৩৩ হাজার টাকা) অনেক নীচে।
বাংলাদেশে উৎপাদিত পণ্যের ফ্যাশন ব্র্যান্ডগুলোকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় মজুরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
Comments