মানিকগঞ্জ

নির্মাণাধীন ভবনের মেঝের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের মেঝের নিচ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রামে মরদেহটির খোঁজ পান স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম শানবান্ধা গ্রামের বাবুল মিয়ার বাড়িতে একতলা ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ওই ভবনটির দরজা-জানালা এখনো বসানো হয়নি। বাড়িতেও কেউ থাকেন না। 

মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আবদুস সালাম ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে স্থানীয়রা ভবনের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে রাত ১২টার দিকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ডেইলি স্টারকে জানান, ওই বাড়ি ও নির্মাণাধীন ভবনটির মালিক বাবুল মিয়া। সেখানে কেউ না থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থা আছে। বাবুল কোথায় থাকেন তা এলাকাবাসী নিশ্চিত নন।

ওসি আবদুর রউফ ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে ভবনের নিচে মরদেহ পুতে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Electoral reform proposals: Parties want caretaker govt, 2-term limit for PM

Bangladesh Jamaat-e-Islami, Communist Party of Bangladesh (CPB) and Gono Odhikar Parishad (GOP) proposed a proportional representation electoral system and the restoration of the caretaker government to oversee the national polls.

13h ago