নির্বাচনে আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে: সিইসি

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমাদেরকে সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। সরকারের পুলিশ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে আমাদের সমন্বয় কীভাবে সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য—অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল উঠে আসবে সে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব।

সিইসি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয় সেজন্য নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণমূলক মানে যেখানে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসেন।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আশা করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

20m ago