উৎপাদন বোনাসের দাবিতে ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান
উৎপাদন বোনাসের দাবিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) শ্রমিক-কর্মচারীরা আন্দোলন শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।
রিফাইনারি কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইআরএল এমপ্লোয়িজ ইউনিয়নের নেতারা।
ইআরএল এমপ্লোয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাইমুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, '১৫ জুলাইয়ের মধ্যে আমরা শ্রমিক-কর্মচারীরা উৎপাদন বোনাস পেয়ে যাই। এ বছর জুলাই পেরিয়ে আজ আগস্টের শেষ দিন অতিবাহিত হলো। আজও সেই বোনাস পেলাম না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।'
ইস্টার্ন রিফাইনারিত লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান ডেইলি স্টারকে বলেন, 'উৎপাদন বোনাস ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হচ্ছে। আমরা বিপিসির মাধ্যমে উৎপাদন বোনাস ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে রিফাইনারির উৎপাদন সংশ্লিষ্ট সবাই বোনাস পাবেন।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে বর্তমানে উৎপাদন সংশ্লিষ্ট ৪৯০ জন শ্রমিক-কর্মচারী এবং ১৭৫ জন কর্মকর্তা রয়েছেন, যারা ৪ কোটি ৫২ লাখ টাকা উৎপাদন বোনাস পাবেন।
Comments