ড. ইউনূসের পাশে দাঁড়ানোর আহ্বান হিলারি ক্লিনটনের 

হিলারি ক্লিনটন ও ড. মুহাম্মদ ইউনূস।

নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমর্থনে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে দেওয়া এক পোস্টে 'অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম' অবিলম্বে স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া খোলা চিঠিটি সংযুক্ত করেন হিলারি। পোস্টে হিলারি বলেন, 'মহান মানবতাবাদী ও নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে সমর্থন দিতে আমার এবং ১৬০ জনের বেশি বিশ্ব নেতার পাশে দাঁড়ান।'

'তার বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে এই আন্দোলনে যোগ দিন,' লিখেছেন হিলারি ক্লিনটন।

 

গত ২৭ আগস্ট হিলারি ক্লিনটনসহ ১০৪ জন নোবেলবিজয়ী ও ৭৯ বিশ্বব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখেন।

মার্কিন সিনেটর ডিক ডারবিন 'এক্স'-এ এক পোস্টে হিলারি ক্লিনটনের আহ্বানে সমর্থন জানিয়ে একই কথা লিখেছেন।

 

তিনি লিখেছেন, 'বিশ্বের দরিদ্রদের সহায়তার জন্য মুহাম্মদ ইউনূসকে কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদানের একটি রেজ্যুলুশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমি এই নোবেলবিজয়ীদের সঙ্গে যোগ দিচ্ছি এবং বাংলাদেশ সরকার কর্তৃক হয়রানি বন্ধের আহ্বান জানাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

41m ago