হিরো আলমের ওপর হামলায় বিবৃতি: ১৩ বিদেশি মিশনের প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ উপনির্বাচনের সময় আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রথম আলোর খবরে বলা হয়, আগামীকাল বুধবার ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হয়। সেদিন বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন নৌকা প্রতীকের ব্যাজধারীরা। পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের মিশনপ্রধানরা ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।

এই মিশনগুলো ১৯ জুলাই মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে হিরো আলমের উপর হামলার পূর্ণ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, 'গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।'

এই বিবৃতি নিয়ে সেদিনই ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটি গ্রহণযোগ্য নয়। শুধু বাংলাদেশে কিছু ঘটলে তারা শোরগোল করে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা অন্যান্য দেশে যখন একই ধরনের ঘটনা ঘটে তখন কেউ কিছু বলেন না।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

6m ago