হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২ দেশ, ইইউর নিন্দা

হিরো আলমকে মারধর
ছবি: প্রবীর দাশ/ স্টার ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর গত ১৭ জুলাই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ১২টি দেশের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন।

আজ বুধবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।

'আমরা পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই।'

তারা বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস এবং হাই কমিশনের মধ্যে রয়েছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago