উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা শিশুর মৃত্যু, আহত ২

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ক্যাম্পের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
rohingya camp
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের দৃশ্য। ছবি: এএফপি ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক রোহিঙ্গা শিশু মারা গেছে। আহত হয়েছে ২ জন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে আজ নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত শিশু রুমা (১) ৮ নম্বর (পূর্ব) ক্যাম্পের ব্লক বি/২৬ এর ওমর ফারুকের মেয়ে।

আহতরা হলেন— ফারুকের স্ত্রী সবুরা বেগম (২২) ও আব্দুল মনাফের ছেলে খাইরুল হক (৮)।

ফারুক আহমেদ বলেন, শুক্রবার রাতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর ক্যাম্পের (পূর্ব) বি/২৬ ব্লকস্থ পাহাড়ের পাশে দুটি শেডের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে মাটি চাপায় ঘটনাস্থলে ১ রোহিঙ্গা শিশু নিহত ও ২ জন আহত হয়।

এপিবিএন সদস্যরা আহত রোহিঙ্গাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ক্যাম্পের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

3h ago