সাভারে থেমে থেমে চলছে গাড়ি
রাজধানী থেকে বের হবার অন্যতম পথ ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ঈদের ছুটির প্রথম দিনে আজ মঙ্গলবার বিকেল থেকে ঘরমুখো যাত্রী বেড়ে যাওয়ায় যানবাহনের চাপও বেড়েছে।
পুলিশ জানায়, আজ বিকেল ৩টার পর থেকে এই দুই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে।
মহাসড়কের হেমায়েতপুর, উলাইল, সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর বাইপাইল এলাকায় আশুলিয়া ও চন্দ্রা এলাকায় শত শত যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস না পেয়ে অনেক যাত্রী বৃষ্টি মাথায় নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে রওনা হচ্ছেন।
লালমনিরহাটের আদিতমারিতে যেতে বাইপাইলে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় পোশাক শ্রমিক আরমিনা বেগমকে। বাসের জন্য তিনি দুই ঘণ্টা ধরে অপেক্ষায় ছিলেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাস পাইতেছি না। আগে ঈদে বাড়ি ফিরতে যানজটে ভুগতে হতো। এখন যানজট না হলেও যানবাহন পাওয়া যাচ্ছে না। ট্রাকে চড়ে হলেও বাড়ি ফিরতে হবে।'
যোগাযোগ করা হলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল ৩টার পর সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কোথাও যানজট তৈরি না হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দিয়ে থেমে থেমে চলছে গাড়ি।
যোগাযোগ করা হলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি।
Comments