হালদায় আবারও নমুনা ডিম ছেড়েছে মা মাছ

মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছ আবারও নমুনা ডিম ছাড়া শুরু করেছে।
হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পেয়েছেন সংগ্রহকারীরা। ছবি: স্টার

মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছ আবারও নমুনা ডিম ছাড়া শুরু করেছে।

আজ রোববার সকাল থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারী ও মৎস্য অফিসের কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিম ছাড়ার জোঁ চলছে। এরমধ্যে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। আজ বা কালকে ডিম ছাড়বে বলে আশা করছি।'

ডিম সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর হাটহাজারীর রামদাসমুন্সির হাট, মাছুয়াঘোনা, আমতুয়া ও নয়াহাটসহ বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পেয়েছেন সংগ্রহকারীরা।

গত ১৮ মে প্রথম দফা নমুনা ডিম ছেড়েছিল মা মাছ।

Comments