ঢাকা ওয়াসার চেয়ারম্যান পরিবর্তন

প্রতিষ্ঠিত হলো ‘এমডি তাকসিমের ইচ্ছাই শেষ কথা’: টিআইবি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলার ৫ দিনের মাথায় বোর্ড চেয়ারম্যান পাল্টে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর মাধ্যমে অভিযুক্তকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

গোলাম মোস্তফার অভিযোগ আমলে নিয়ে তাকসিম এ খানের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে টিআইবি বলেছে, ওয়াসার চেয়ারম্যানকে অপসারণের ঘটনা সরকারের শীর্ষ অবস্থান থেকে দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ তোলার পরই বোর্ড চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেবল স্বাভাবিক প্রক্রিয়ার ফল হিসেবে দেখার সুযোগ নেই- উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'ওয়াসার সদ্য অপসারিত চেয়ারম্যানের মেয়াদ গত বছর অক্টোবরে শেষ হওয়ার পর এতদিন পেরিয়ে গেলেও নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি। অথচ, ওয়াসার এমডির বিরুদ্ধে বোর্ড চেয়ারম্যান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার ঠিক ৫ দিনের মাথায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।'

তিনি আরও বলেন, 'ওয়াসা চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার মাধ্যমে "ওয়াসা পরিচালনায় এমডির ইচ্ছা-ই শেষ কথা, আর নিজের স্বার্থ সুরক্ষায় যে কাউকে ওয়াসা থেকে বের করে দেওয়ার ক্ষমতা ওয়াসা এমডির রয়েছে"- এই অভিযোগকেই প্রতিষ্ঠিত করা হলো।'

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 'ঢাকা ওয়াসাকে স্বেচ্ছাচার, অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য হিসেবে পরিণত করার যে অভিযোগ বোর্ডের চেয়ারম্যান করেছেন, তা ২০১৯ সালে টিআইবি প্রকাশিত "ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়" শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলের প্রতিফলন। তাছাড়া, দীর্ঘসময় ধরে সংবাদমাধ্যমেও একই ধরনের চিত্র প্রকাশিত হয়েছে। পুরো বিষয়টি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ও জবাবদিহিহীনতার প্রকট উদাহরণ। ওয়াসায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জবাবদিহির লক্ষ্যে তদন্ত করতে আদালতের নির্দেশনাও রয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, বরং আরও এক দফা দুর্নীতি ও অনিয়মের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার দৃষ্টান্তই স্থাপিত হলো, যা হতাশাজনক।'

ওয়াসার এমডিসহ দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিআইবি।

 

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago