রানা প্লাজা ধসে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি
সাভারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।
এসময় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি রানা প্লাজা ট্রাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
এসময় আহত শ্রমিকরা ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো– রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা করা, রানা প্লাজা ধসের ঘটনার জন্য দায়ী সবার বিচারের ব্যবস্থা করা, দেশের শ্রম আইন সংস্কার করে শ্রমিক বান্ধব আইন গড়ে তোলা এবং দেশের সব শিল্প খাতে আহত শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ভাতার ব্যবস্থা করা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন।
Comments