নারীদের উত্যক্ত করে কনটেন্ট, সাভারে যুবক গ্রেপ্তার

কনটেন্ট তৈরি করে নারীদের উত্যক্ত করার অভিযোগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেয় করে কনটেন্ট তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা পুলিশ জানায়, একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারন করে হিজাব না পরায় নারীদের উত্যক্ত করছেন।
পুলিশ আরও জানায়, তার এ ধরনের কাজে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে।
এ অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Comments