বঙ্গবাজারের ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জন্য ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি,এফবিসিসিআইয়ের পরিচালকসহ ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago