এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির বাসায় র্যাব-দুদকের যৌথ অভিযান
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়ী মাহবুব আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় ওই অভিযান হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর চিকিৎসার কারণ দেখিয়ে দেশ ছাড়েন মাহবুবুল আলম। এরপর তিনি আর দেশে ফিরেননি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মাহবুবুল আলমের সুগন্ধা এক নম্বর সড়কের বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে সোমবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে এতে অংশ নেয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব নেন।
ব্যবসায়ীদের দাবির মুখে সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুর থেকে তিনি ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে এফবিসিসিআই সভাপতির পদ ছাড়েন।
Comments