বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২২ কোটি টাকা অনুদান দিচ্ছে সুইডেন
সম্প্রতি ফেনী, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা অনুদান দিচ্ছে সুইডেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় সুইডেন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল এবং অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুইডেন দূতাবাস বলছে, তারা প্রায় ৯৫ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য, বাসস্থান ও জীবিকার সুযোগ তৈরি করে দিতে প্রয়োজনীয়তা সহায়তা করবে।
এছাড়া, ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ হাজার ৮০০ শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগও করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সাড়াদানের জন্য সুইডেন সরকার মোট ৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
এছাড়া ২০২৪ সালে বাংলাদেশের জন্য সুইডেন মোট ১২ দশমিক ২ মিলিয়ন ডলার বা ১৪৬ কোটি টাকা মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ করেছে।
Comments