কক্সবাজারে বিজিবির ওপর হামলায় আত্মরক্ষার্থে গুলি, নিহত ১

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারে গরু চোরাকারবারিদের হামলার পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আত্মরক্ষার্থে চালানো গুলিতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বইলতলী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।

এ ঘটনায় নিহত আব্দুল জব্বার (৪০) কাউয়ারখোপের পূর্বপাড়ার জাকের আহমদের ছেলে। তিনি স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসা ৬টি গরু আটক করে বিজিবির সদস্যরা। আটক গরুগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়ার সময় সংঘবদ্ধ গরু চোরাকারবারি চক্র বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে গরুগুলো ছিনিয়ে নেওয়া চেষ্টা করে।'

তিনি বলেন, 'বিজিবি সদস্যরা প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু, চোরাকারবারি চক্র আরও বেপরোয়া হয়ে উঠলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুল জব্বার নামে একজন নিহত হন। আরও কয়েকজন আহত হয়েছেন।'

এ বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়িস্থ বিজিবি-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রেজাউল করিমের মুঠোফোনে কল করা হলে তিনি সংযোগ কেটে দেন।

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

32m ago